
মসজিদ খুলে দেওয়া
হয়েছে ইরানের দেশে। গত মঙ্গলবার থেকে মসজিদগুলোতে জামাতে নামাজ আদায় করা হচ্ছে। ইরানে
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার দীর্ঘ দুই মাস পরে রমাজান মাসের শেষ দশকে শবে কদরকে
কেন্দ্র করে ইবাদত - বন্দেগী করার জন্য মসজিদগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশটির জনগন ও
চাইছিল মসজিদগুলো যেন অন্তত পবিত্র রমজান মাসে ইবাদতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
ইরানের ইসলামী
প্রচার সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ কোম্মি কয়েকবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী
ড. সাঈদ নামাকির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপরই মসজিদগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত
নেয়।
১৯ রমজান থেকে
২৯ রমজানের রাত পর্যন্ত প্রতিটি বিজোড় রাতে ইরানের মসজিদগুলোর দরজা উন্মুাক্ত থাকে।
দেশটির মুসলমানরা মসজিদগুলো তে ব্যাক্তিগত আমলের সঙ্গে সমষ্টিগত ইবাদতে অংশ নেন।
সর্বশেষে পরিসংখ্যান
অনুযায়ী জানানো যায় যে, এ পর্যন্ত ইরানে করোনাভাইরাসে ১ লক্ষ ১৪ হাজার ৫৩৩ জন আক্রান্ত
হয়ে ৬ হাজার ৮৫৪ জন মারা গেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ৫৩৯ জন।
No comments:
Post a Comment