প্রতিদিনের বাছাইকৃত সব চাকরির খবর ২০২২ এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজকের চাকরির খবর, এ সপ্তাহের চাকরির খবর থাকছে, সরকারি চাকরির খবর, পত্রিকার নিয়োগ সার্কুলার সহ নতুন সকল চাকরির সংবাদ। দেশ বিদেশের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের সাইট ভিজিট করুন।

Full width home advertisement

Post Page Advertisement [Top]




ট্রেনের টিকেট কিনতে লাগবে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করতে যাচ্ছে রেলওয়ে।

বর্তমান নতুন এই নিয়ম চালু হলে জাতীয় পরিচয়পত্র বা NID নিশ্চিত হওয়ার পরই টিকেট কাটা যাবে। আর একজনের নামে কেনা টিকেট অন্যজন ভ্রমণ করতে পারবেন না।

বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মাহবুব কবীর জানিয়েছেন, সম্প্রতি সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন হয়েছে।

তিনি জানান, টিকেট কালোবাজারি বন্ধেই এ উদ্যোগে নেওয়া হয়েছে ।

বর্তমানে অ্যাপের মাধ্যমে যারা আগে থেকে নিবন্ধিত আছেন নতুন নিয়ম চালুর পর তারা সঠিক হলে সয়ংক্রিয়ভাবে নতুন পদ্ধতিতে যুক্ত হয়ে যাবেন। যারা সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নিবন্ধিত রয়েছেন, তারাই এখানে যুক্ত হবে, বাকিরা বাদ হয়ে যাবেন।

তিনি জানান, টিকেট যার ভ্রমন তার নামে নতুন এই  পদ্ধতি চালু হলে স্ট্যান্ডিং টিকেট বা সিট ছাড়া কোন টিকেট বিক্রি হবে না ।

 


No comments:

Post a Comment

Advertisement