প্রতিদিনের বাছাইকৃত সব চাকরির খবর ২০২২ এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজকের চাকরির খবর, এ সপ্তাহের চাকরির খবর থাকছে, সরকারি চাকরির খবর, পত্রিকার নিয়োগ সার্কুলার সহ নতুন সকল চাকরির সংবাদ। দেশ বিদেশের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের সাইট ভিজিট করুন।

Full width home advertisement

Post Page Advertisement [Top]



বাংলাদেশ খেলা 

সিলেট সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের ১৬৯ ( একশত উনসত্তর) রানে হারিয়েছে বাংলাদেশ। স্কোর বোর্ডে
 ৩২১ রান তুলে অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বাংলাদেমের ব্যাটসম্যানরা । অপেক্ষটা ছিল কত কম রানে জিম্বাবুয়ের গুটিয়ে দেওয়া  যায়। সাইফ উদ্দীন , মিরাজ মাশরাফিদের বোলিংয়ে বেশিদুর হাটতে পারেনি প্রতিপক্ষ। ৩৯.৫  ওভারে ১৫২ রানে গুটিয়ে গিয়ে ১৬৯ রানে হেরেছে তারা। এই জয়ে ৫ ম্যাচ পর ওয়ানডে জয়ের স্বাদ পেল মাশরাফি বাহিনী।

২২ রানে ৩ উইকেট পেয়েছেন সাইফ উদ্দিন এবং তিনি  সেরা বোলার । মিরাজ ও মাশরাফি বিন মর্তুজা নিয়েছেন ২ টি করে উইকেট । একটি উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।

সূত্র :  DIPTOMAN PORIBAR  






No comments:

Post a Comment

Advertisement