বাংলাদেশ খেলা
সিলেট সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের ১৬৯ ( একশত উনসত্তর) রানে হারিয়েছে বাংলাদেশ। স্কোর বোর্ডে
৩২১ রান তুলে অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বাংলাদেমের ব্যাটসম্যানরা । অপেক্ষটা ছিল কত কম রানে জিম্বাবুয়ের গুটিয়ে দেওয়া যায়। সাইফ উদ্দীন , মিরাজ মাশরাফিদের বোলিংয়ে বেশিদুর হাটতে পারেনি প্রতিপক্ষ। ৩৯.৫ ওভারে ১৫২ রানে গুটিয়ে গিয়ে ১৬৯ রানে হেরেছে তারা। এই জয়ে ৫ ম্যাচ পর ওয়ানডে জয়ের স্বাদ পেল মাশরাফি বাহিনী।
২২ রানে ৩ উইকেট পেয়েছেন সাইফ উদ্দিন এবং তিনি সেরা বোলার । মিরাজ ও মাশরাফি বিন মর্তুজা নিয়েছেন ২ টি করে উইকেট । একটি উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
সূত্র : DIPTOMAN PORIBAR
No comments:
Post a Comment